নবীগঞ্জের একমাত্র সিএনজি রিফুয়েলিং ষ্টেশন "আউশকান্দি সিএনজি পাম্প" পুড়ে চাই হয়ে গেছে। আগুনে ১টি বাস, ৯ টি সিএনজি, ২ টি মোটরসাইকেল সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগষ্ট) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাখানেক জ্বলার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়সূত্রে জানা গেছে, গ্যাস নিতে আসা পুরাতন একটি বাসের গ্যাস সিলিন্ডার লিকেজ করে আগুনের সূত্রপাত হতে পারে।