প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫
ওমানে এক সিলেটির লাশ মর্গে মাস হলেও দেশে পাঠানোর কেউ নেই
গত এক মাস আগে ওমানের সালালাহ তে ভাতিজার হাতে চাচা খুনের খবর পাওয়া যায়। তারপর যাচাই বাচাই করে দেখা যায় মাত্র ওমানি ২০ রিয়াল বাংলাদেশী টাকা ৪ হাজার টাকার জন্য বাকবিতন্ডায় জড়ায় সিলেটের দুইজন ওমান প্রবাসী চাচা-ভাতিজা।বাকবিতন্ডা এক পর্যায় থেমে যায়, তবে গভির রাত্রে ঘুমে মধ্যে হঠাৎ চুরি আঘাত করে চাচাকে খু'ন করেন ভাতিজা। পরে আশে পাশে মানুষ দলা হয়ে ভাতিজাকে পুলিশের সর্পুদ করা হয়।সেই ঘঠনার পর আজ এক মাস হলেও এখনো চাচার লাশ দেশে পাঠানো যায়নি বলে জানান, নিকটস্থ সিলেটি মানুষজন। জানা যায় গতকাল ২৭ আগষ্ট রাত্রে ওমানের জনপ্রিয় গন্যমাধম হেলো ওমানের মুসা কে জানানো হয়, কেউ লাশ পাঠাতে সাহায্য করছে না। এমন কি দুতাবাসও নাতবে আমরা সবাই মিলে কাজ করে সম্মলিত প্রচেষ্টায় উনার লাশ দেশে পাঠাবো ইনশাআল্লাহ
কপিরাইট © ২০২৫ এস প্লাস টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত