প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রেমের টানে চীনা যুবক বাহুবলের খৈলাবামই গ্রামে
অনলাইনে পরিচয় অতঃপর কথোপকথন ও বিয়ের উদ্দেশ্যে সুদূর চীনের চিনচিয়ান প্রদেশের নাগরিক তাই ইয়ং চলে এসেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে সাদিয়া সুলতানা মীমের বাড়িতে। তবে কমিউনিস্ট শাসিত ধর্মহীন রাষ্ট্রের এ নাগরিকের ধর্মীয় কোন বিধানের আওতায় আবদ্ধ না থাকায় বিয়ে নিয়ে তৈরি হয়েছে জটিলতা। স্থানীয় প্রশাসনও তীক্ষ্ণ নজর রাখছে এ ঘটনার প্রতি।
কপিরাইট © ২০২৫ এস প্লাস টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত